T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সুনন্দ মন্ডল

দরজায় কড়া নাড়ে নতুন সকাল
দরজায় কড়া নাড়ে নতুন সকাল
নতুনের আহ্বানে মেতেছে বাঙালি।
সুদূরের ডাক ভুলে গেছে পাখিরাও
মেতেছে শহর থেকে ছোট্ট গলি।
এক দুই তিন করে এগিয়ে আসা
বিরহের মাসগুলো দেয় যাতনা।
আজ তবে শেষ হোক বিশ্বে
বৈশাখী খরতাপে হা-হু কোরো না!
নিঃস্ব পকেট, তবুও চলে রোজ
ভেঙে ভেঙে নিজেকে গড়া।
পয়লা বৈশাখ এলে মনে ভাবি
হয়তো আজ কেটে যাবে জরা।
দেখ, দরজায় কড়া নাড়ে নতুন সকাল
আলোটুকু থাক, করি প্রার্থনা সকাল-বিকাল।