T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মানস চক্রবর্তী

তুমি জেগে রবে
পলাশের বনে পড়ন্ত বিকেলে নারী
তোমারে পাইয়াছি জীবনের মৌন ঘ্রাণে
তখন তোমারে কত দেখিয়াছি ক্লান্তির ওপারে
তোমার চুলের মত কালো রাত্রিতে কত বুনিয়াছি
আমাদের মেশামেশির নবীন আমোদ
তুমি জেগে আছো আজো
অরণ্যের গাছে গাছে রোদের প্রকাশে
তুমি জেগে আছো শালুকের বেশে
শরতের স্বচ্ছ সরোবরে
তুমি জেগে আছো শিশিরের রাতে
বুড়ো চাঁদ উঠলে দারুণ মন খারাপে।