T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মীরা মুখোপাধ্যায়

পাখিটা কোথায় যাবে !
যে পাখিটা এইমাত্র ঠোঁটে কুটো নিয়ে উড়ে গেল
সে কোথায় বাসা বাঁধবে !
এখানে তো গাছ নেই , দু একটা থাকলেও সেখানে জায়গা নেই…..
আমাদের কোনো ঘরে ভেন্টিলেটরের মতো ভুল নেই
পাখিটা কোথায় যাবে !
ওর সঙ্গী যে অপেক্ষা করছে , ভাবছে বাসায়
ঈষৎ নীলাভ ডিম……
ডিম ফুটে কুসুম কুসুম দুটো ছানা
কিন্তু, এ শহরে তো গাছ নেই , গাছের কোটর নেই
কারো বাড়িতেই ভেন্টিলেটরের মতো ভুল নেই….