T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন

বসন্ত উৎসব
তোমার কথায় এতটা গুপ্তহত্যা, প্রশ্রয়, প্রচ্ছন্ন আবাসে এতটা সরাসরি যে প্রথমে প্রচ্ছদের মতো
দেখি তারপরে মনোযোগ দিয়ে পড়ি
তুমি প্রতিবার সুদূর বিশাখাপত্তনম থেকে এসে বসন্ত উৎসবে যোগ দাও । শান্তিনিকেতনের মাতাল সমীরণে তোমার খোঁপায় খুনখারাপি রঙের পলাশ তখন যে সৌজন্যসম্মত হাসি
হাসো, মিতব্যয়ী প্রহরীর মতো, তাও তো এক গুপ্তহত্যার সামিল
কিন্তু এবার তুমি ফোনে জানালে “সে আসছে না, আমি একাই যাবো,, তুমি কিন্তু নিতে আসবে। দারুণ মজা হবে , খুব ঘুরব আমরা।”