T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অনুপ মণ্ডল

রাগ বিভাস
ফসল তোলা ও পরবর্তী ফসল ফলানোর অন্তর্বর্তী সময়ে
আকাশের মুখে চুনকালি দিয়ে
কাকতাড়ুয়াটা
আজও আকাশের নীচে ঠায় দাঁড়িয়ে আছে
পাশের ক্ষেত থেকে
সেচের জল বয়ে যাওয়ার শব্দ আসছে
কুলকুল
মাটির ঢেলাগুলো
জলে ভিজে নুয়ে পড়ছে জলে
পাষান নগরীতে রাত্তির দু’টো বাহান্ন এখন
মাথার ওপর কোন নক্ষত্র জানিনা
টুপটাপ শিশির পড়ে
পর পর দরজাগুলো ভেতর থেকে বন্ধ
কেবল একটা খোলা দরজা আগলে বসে আছে
তিনটে সাদাকালো বেড়াল
এই ঘরে বসত করতো
তৃতীয় লিঙ্গের রমণীএকজন ;তার প্রেমিক রাগ বিভাস।