T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় প্রভঞ্জন ঘোষ

আনন্দ
আনন্দ এই গাছের পাতায়
আনন্দ ওই পলেস্তারায়,
আনন্দ এই জোনাক জ্বলায়
আনন্দ ওই নিয়ন মালায়।
আনন্দ এই পুকুর সোঁতায়
কাঁকড়া-কাছিম-মাছ মৌরলায়
আনন্দ ওই কক্ষ কেবিন
ছানায় খোয়ায় মিষ্টি-মোয়ায়।
আনন্দ এই মাঠ-প্রান্তর
খোলা হাওয়ায় ছোটাছুটি,
আনন্দ ওই ধারের সীটে
মিনিবাসের মধ্যে উঠি’।
আনন্দ এই চা-চামচে
ঘুগনি বেগুনি আলুকষায়,
আনন্দ ওই কাঁটাচামচ
ইডলি ধোসা ঝালসামোসায়।
আনন্দ এই গোধুমক্ষেত্র
স্বর্ণধানের দোলদোলনায়
আনন্দ ওই রকমারি
উৎপাদন, কল ও কারখানায়।
আনন্দ এই প্যান্ডেল-
তার সার্কাস আর যাত্রাপালায়
আনন্দ ঐ অডিটোরিয়াম
থেটার-সেতার-কাব্যকলায়।
আনন্দ এই গঞ্জ চটি
হাট-বাজারের ভিড়ভাট্টায়,
আনন্দ ওই হোটেল শো-রুম
স্ট্রীটফুড ক্লাব হাঁ-রেস্তোরায়।
আনন্দ এই নাগরদোলা
পালাপার্বন মিলনমেলায়,
আনন্দ ওই রাইনো ও রাইড
পার্কে, সজীব চিড়িয়াখানায়- – –
সব আনন্দ এক হয়ে যায়
সব সাকিনে হোথায় হেথায়
আকুল মনে তাঁর স্মরণে
নিত্যদিনের নমস্কারায়।