T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় আবদুল বাতেন

দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ দাবানল, আমাদের দশদিকে
দুর্নিবার!
দুর্ভিক্ষ দুঃস্বপ্নে আমাদের দিনরজনী
দুর্বিষহ!
দুর্ভিক্ষ দংশনে
আমাদের তনু মন ক্ষতবিক্ষত, রক্তাক্ত!
শিরা উপশিরাগুলো বিষে বিষে নীল!
দুর্ভিক্ষ
আমাদের একদম শেকড়ে ও শিখরে
আমাদের অচেনা ভেতরে ও বাইরে।
দুর্ভিক্ষ
আমাদের উর্বর মননে এবং মগজে
আমাদের রঙিন দরজা ও জানালায়।
দুর্ভিক্ষ দুরাশা, শিক্ষা শিল্প সংস্কৃতিতে
দাউদাউ!
দুর্ভিক্ষ দানব, অর্থনীতি রাজনীতিতে
মহাপ্রলয়ঙ্কর!
দুর্ভিক্ষ
দুহাতে জড়িয়ে নিচ্ছে আমাদের সর্বস্ব
নিঃস্বতায় নুয়ে পড়ছি আমরা ক্রমশ।
দুর্ভিক্ষ
আমাদের সততার, চিরঞ্জীব চেতনার
আমাদের অধিকারের, গণতন্ত্রের।
দুর্ভিক্ষ
আমাদের মানবাধিকারের, ঐক্য ঐকতানের
আমাদের আলোর, অবিনাশী দেশপ্রেমের।