T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মহীতোষ গায়েন

সংকেত
গাছে গাছে পাতায় পাতায় পাখিরা আসে,বসে,
যায়,খড়কুটো নিয়ে তবু কেউ বাসা বাঁধে না…
আশা ভরসা মরলে কীভাবে কাটবে অনুপল?
পথে পথে দেখা যায় স্মৃতির কঙ্কাল,সংকেত।
দুঃসময়ের বাগানে ফোটে অচেনা সব ফুল
ক্ষয়িষ্ণু ভবিষ্যৎ-এর ডালে ডালে সংক্রমণ,
ফুলেরাও অবশেষে ভেসে ভেসে হয় নিঃশষ,
দক্ষিণা বাতাসে বয় অপ্রেম,ঈর্ষা,প্রতিহিংসা।
দুঃসময়ের ঢেউয়ে কীভাবে সম্ভব সমুদায় বাঁচা?
চাঁদ ডুবে গেলে মরমী করাতে কাটে দেহমন…
মধ্য রাত,অশ্বত্থের ডালে কালপেঁচা ডাকে অবিরত
উত্তরণে,প্রতিরোধ গানে তবুও ভালো থাকতে হয়।