T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় শর্মিলা ঘোষ

বেনামী প্রস্তরফলক
ঝোড়ো বাতাসে উড়ে যাচ্ছে
বেনামী প্রস্তরফলক,
যাতে লেখা ছিল সর্বনাশের
এফিটাফ,
অক্ষর শ্রমিকেরা কবিতার ব্যাস বাক্য জুড়ে লিখে রাখে মৃত্যু;
বৈশাখ আসুক আরো দ্রুত গতিতে ফরাস বিছানো মনে
যেখানে জীবন মৃত্যুর সহাবস্থানে মধুমালঞ্চ গড়ে ওঠে
বড় জটিল এইসময়
আগুন পাখীরা বাসা বেঁধেছে শরীর জুড়ে
যেন এখুনি আসবে সাইক্লোন
ঝড়ে ঝড়ে লেখা হবে জীবনচরিত
তবুও নতুনের জয়গান মুখরিত হয় প্রকৃতি জুড়ে,
অন্তরের শুভকামনা, সেবার আকুতি বয়ে আনে প্রাণ, নবমুকুলের আহবান।