কবিতায় অম্বরীশ ঘোষ

প্রত্যাখ্যানের পর
তুমি আর তোমার ভাবনাগুলো
প্রতিনিয়ত আপেক্ষিক হয়ে ওঠ
শ্যাওলা ভরা জল আকাশের প্রতিচ্ছবি খোঁজে
ওরা মরা নদী বেয়ে কান পাতে সাগর মোহনার
কচুরিপানার জরায়ুতে ক্রমে ক্রমে দখলের আস্ফালন
অর্ধেক অস্তিত্ব হারানো নৌকা অতীত সেঁকে শুদ্ধ হয়
অস্বচ্ছ তোমার ভাবনারা এঁদো গলি শেষে পথহারা
তোমার নিকোটিন প্রেম কালের কল্কিতে নির্বাক ছাই