কবিতায় বলরুমে মন্দিরা গাঙ্গুলী

পৃথিবীর পরে
দূরে থাকা নিয়তি নিয়ে কাটিয়ে দিই সোনা রূপো সময়
পৃথিবী পেরিয়ে গেলে আমাদের বাস্তু দেখা যায়
সেখানে পৃথিবীর মতোই আলো হাওয়া
নদী
কিন্তু প্রেম আছে, পাগলামি আছে
মনে মন মেশা ভালোবাসাবাসি আছে
সেখানে প্রেম মানে বিশুদ্ধ ঈশ্বর
ভালোবাসা নির্দোষ গোলাপের মতো
ওই ঘরে তুমি আমি থাকি
পাশাপাশি ছবিগুলো দেওয়ালে আটকাই
দুজনের হাসি, চোখের ভাষা শুধু প্রেমকথা বলে
হাতে হাত রেখে হাঁটি
তালু ঘেমে উঠলে ভাবি কার তাপে কার হাত ভেজে।
রাতে জ্যোৎস্না মাখি,
আদরে ডুবে যেতে যেতে পৃথিবীর সব কথা ভুলে যাই
যা কিছু খারাপ পেছনে ফেলে
পৃথিবী পেরিয়ে ভালো থাকি
সেই খানে, যার নাম তুমি অন্য পৃথিবী বলো।