কবিতায় ফুল্লরা মুখোপাধ্যায়

অবসর আর শ্যাম
খুলে যাওয়া চাঁদের আলোয়
তোমার শরীর দেখেছি। শ্যাম।
তোমার ঠোঁটের কোণে আমার মরণ,আমার বাঁশি দেখেছি।শ্যাম।
কি যন্ত্রণায় বারবার তোমায়
ছুঁয়ে থেকেছি আমি।
নীল রঙের একঝাঁক আলো
কাজলের মতো চোখ জুড়ে।
পুড়িয়ে দিচ্ছে সমস্ত অতীত।
তুমি আমি হারিয়ে যাচ্ছি
পৃথিবীর অন্য প্রান্তের দেওয়ালে।
কান্নার ঘরে দেখতে পাচ্ছি
হীরের মত কষ্টদানা
নাকছাবি হয়ে বেঁধে রাখছে আমায়।শ্যাম।
ঘুম ভাঙলে আবার রাধা হয়ে যাবো
কবিতা প্রচ্ছদে। শ্যাম।