ক্যাফে কাব্যে শর্মিষ্ঠা সেন

পুরোনো অ্যালবাম থেকে
তখন প্রেমের চেয়ে অভিমান ছিল বেশী।
মান ভাঙাবে বলে সেদিন নীল-রঙা পাঞ্জাবী পরেছিলে আমার শাড়ির রঙে।
মনে আছে, তারপর মিত্র ক্যাফের গরম কফিতে তোমার জিভ পুড়েছিল বলে আমার চোখেই জল এসেছিল আগে?
ফেরার ট্রেনে দরজা আড়াল করে দাঁড়িয়েছিলে যত ভীড় আর দমকা হাওয়া,
সেই রাতে অনেকটা ভালবাসাবাসি…..
তারপর আরো কত মান-অভিমান পেরিয়ে থিতু হয়েছি সংসারে; সয়ে গেছি যাবতীয় অবহেলা আলুনি সবজির মতো।
এতবছর পর মনে হয়, তোমার কথাও সেভাবে শোনা হয়নি কখনো
তুমি সুখী হয়েছ, আমায় পেয়ে? ঠিক আমার মতোই কাউকে চেয়েছিলে কি?
পরের সফর তোমার জন্যে তোলা থাক। শুনবো তুলে রাখা তোমার গোপন কষ্ট, যা পুরুষমানুষ আজীবন বয়ে বেড়ায় অহঙ্কারের মতো।
তখন আগের মতো আঙুলে আঙুল জড়াতে দিও শুধু!