জন্মের প্রথম শুভক্ষন – এ কেকা মল্লিক

এ জীবন হারিয়ে পাওয়া চোদ্দ আনা
ষোলোতে চাইলাম কই সবার মতো
আমার এই হারিয়ে যাওয়া মেঠোপথে
খুঁটে খাওয়া ভালো থাকার রসদ যতো।
কতো বিজ্ঞ মানুষ অজ্ঞতারই অন্ধকারে
আমি তো দিনদুপুরের আলোয় সাজি
সেজে পেতে গুছিয়ে তুলি কুলুঙ্গি ধান
আসলে আমি আমায় আজও খুঁজি !
সব পেয়েছি বলতে পারাই আসলে সুখ
নাহলে সুখ খুঁজতে তন্নতন্ন খড়ের ঢিপি
মাপিনি কি পেয়েছি সুখরসে দুঃখকাঁকড়
আলপনা তে এঁকেই যাই রোজ দিনলিপি।