সম্পাদকীয়

আজ ২৩শে মার্চ। বৃহস্পতিবার। আজ শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। সমস্ত সকাল জুড়ে একটা মন কেমন করা হাওয়া বয়ে চলেছে। বারবার মনে হচ্ছে কি রেখে গেলাম আগামীর জন্য। সত্যিই তো, কতটুকু রাখতে পেরেছি আমরা। যত মণিমানিক্য আমাদের অগ্রজেরা রেখে গেছেন কলমে মননে তার সিঁকিভাগেরও কম আমাদের পরিধি। তবু অক্ষর নিয়ে রোজ দিনযাপন, রোজ স্বপ্নবিলাস। আর তার রেশ ধরেই বৃহস্পতিবারের পাতায় কিছু নতুন পুরোনো কলমের সমাহার।