অ আ ক খ – র এর জুটিরা

ক্যানভাসে রং-তুলিদের ফুটিয়ে তোলা সাদা কালোর জলছাপে,
হাজারো কথারা ভিড় করে এসেও মিলিয়ে যায় শুন্যতায়।
কখনও বা কংক্রিটের অবশিষ্ট্যাংশ,
কখনও বা পলেস্তরা খসে পড়া জীর্ণ দেওয়াল,
তবুও কোন এক অজানা টানে গড়ে ওঠে সম্পর্কের আস্তানা,
কালের শেষে যদি বা তারাও ম্রিয়মান।
তবু চরিত্রদের খামখেয়ালি মন,
সাজিয়ে তোলে একের পর এক রঙ্গমঞ্চ…
নাটকের দক্ষতায় গড়ে ওঠে নামি-দামি সংসার।
রূপ, রং, জৌলুশ, আলোকসজ্জা বাহারি তার আবেগ,
নিকোটিনের ভিড়ে ব্যস্ততারা সাজায় সুখী সংসার।