প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

১| তোমাকে অধিক ভালোবেসে
তোমাকে অধিক ভালোবেসে, প্রিয়তমা
ততোধিক অসুখী জীবনকেই ভালোবাসি!
ভালোবাসি নিদ্রা উধাও রজনীর এপাশ ওপাশ
চোখের নীচে কালির কারুকাজ।
তোমাকে অধিক ভালোবেসে, প্রিয়তমা
ততোধিক পাগল জীবনকেই ভালোবাসি!
উপোস থাকা সকাল চুমু খায় দুপুরের গনগনে গালে
গড়িয়ে আসে বিষণ্ণ বিকাল
রৌদ্র ঝকমক যা অন্যের। ভালোবাসি
একাকী নিশ্চুপ থাকা
অসংখ্য মানুষের ভিড়ে – কোলাহলে।
২| অগোছালো কথামালা
আগাছারা মেতেছে বিজয় উৎসবে
সামনের সুবিশাল ময়দানে
আলোকসজ্জায় উজ্জ্বল যেন সুদূরের মৃত তারাটিও!
লাল গালিচা রেডি আলেয়ার জন্য আজ
ঘাতকদের গণসংবর্ধনা
পাহাড়ও দুলছে চোরাবালির চিয়ার্স চিয়ার্সে!
গিরগিটির চেয়েও দ্রুত পাল্টাচ্ছে
নিঃশ্বাসের মতো আমাদের আপনজনের রঙ
তুমি কোথায় পালাবে, পাগল?