নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৪)

কৌতুক নাটক – “কি কেলেঙ্কারি”
চতুর্থ দৃশ্য – জঙ্গল এলাকা
(বুড়ো দৌড়ে এসে বলে)
বুড়ো ।(ভয়ে ভয়ে)চা চা চা করছে রে ভেতরে।কি আছে ভেতরে কে জানে!এই ভরা জঙ্গলে যদি মারাও পড়ি ।কেউ খুঁজে ই পাবেনা। বৌ কে জিগ্গেস করবো তারও উপায় নেই।ফোন করে জিজ্ঞেস করব তবে।লে বাবা ফোনটাও তো আনিনি।আনব কি করে বউ বলেছে ফোন রেখে যেখানে খুশি যাও। না হলে বাংলা সিরিয়াল দেখব কিসে ।মরতে যাও, ঘুরতে যাও আমার দেখার দরকার নায়। আচ্ছা বউ রা এমন কেন বলতে পারো! আমার কাছে বৌ থাকলে এটাও জিগ্গেস করে নিতাম ।কিন্তু বউ তো সামনে নেই ! সমস্যা! বৌ থাকলেও সমস্যা;আর না থাকলে আরো সমস্যা।তবে দশটা না থাক একটা বৌ থাকা জরুরী। জীবনে শান্তি টে তো বড় কথা নয় অশান্তি থাকাটাও জরুরী।আর বৌ ছাড়া অশান্তি কে করবে কে। সমস্যা খুব সমস্যা !
(পান বিক্রেতা এসে বলে)
পান বিক্রেতা।সব সমস্যার সমাধান পান।কচি কচি পান।মিঠা পাতি পান।বড় বড় পান।পান খান পান।
বুড়ো।পান খাব কি না খাব তাও তো বৌ কে জিজ্ঞেস করা করিননি।তবে কি করে খাবো পান। আমার বৌ কে জিজ্ঞেস না করে জল পর্যন্ত খায়নে।কিন্তু ও পান ওয়ালা তুমি এখানে কেমন করে। বলছি তোমার বৌ কে জিজ্ঞেস করে এসেছএ জঙ্গলে।তাছাড়া কে পান খাবে এ জঙ্গলে এ্যা?
পান।কেন শেয়াল পন্ডিত,বাঘ মামা, সিং হ রাজা। যত জীব জন্তু ভূত কিম্ভুত সবাই তো আমার কাছে পান খায় চিবিয়ে চিবিয়ে কচাঙ্গ কচাঙ্গ করে। এই ধরো তুমি যেমন খাবার পরে পান খাও তেমনি তো ওদের ও খেতে হয় পান আমার এই কচি কচি পান।
বুড়ো।এ এ জঙ্গলে সবাই পান খায়! বাঘ ভাল্লুক সবাই।এই এই বলোনা বলোনা হাতিও কী পান খায় ? বলছি তোমার ঐ কচি কচি পানে ওর পোশায় !জন্তুটি তো বেশ বড়সড় পাহাড়ের মত।তাই কটা পান খান গনেশ মহারাজ।
পান বিক্রেতা। না মানে খায়না তো আর কি ।এই ধরো তুমি একটা পান খাও।হাতি পঞ্চাশ খানা খায়।সব সমস্যার সমাধান আছে।শুধু ব্রেনকে পরিষ্কার রাখতে হবে।
বুড়ো।তাই হবে হয়তো।আমি তো জানিনে । আমার বৌ কোনদিন বলে দেয়নি জানো।তবে এবার বুঝছি মানুষ কে বাইরে বোরোতে হয় আমার বৌ কেন বলে।
থাক সে কথা।এবারে আমার বুদ্ধিটে খুলছে এই বয়সে এসে।তাই ত বলে শেখার কোন শেষ নাই আর বৌ এর বুদ্ধির জবাব নাই। আমার বৌ মানে আমার বৌ হে হে হে একেবারে কচি কচি বৌ। তোমার পানের মত কচি কচি।
(নাপিত হঠাৎ এসে বলে।)
নাপিত।কাঁচি কাঁচি করে কে কে চেঁচামেচি করে এ জঙ্গলে।আজ মঙ্গলবার আজ দিনটে হল জঙ্গল সাফ করার দিন। কিন্তু কাঁচি কে চাইছে।
বুড়ো ।এই আমি!
নাপিত।কে !কে! ও তুমি।আমি ভাবলাম কোন জন্তু, জানোয়ার!
বুড়ো।কি আমি জানোয়ার।এত বড় কথা বলতে পারলে!বলে আমার বৌ আমাকে এত বলে।খাল ভরা,উলাউটা,কেবলা,ছেফলা কত কি। কিন্তু না এজীবনে ছোটু থেকে আজ অবদি কেউ জানোয়ার বলে নি।আর তুই কিনা আমাদের নাপিত হয়ে এত বড় জানোয়ার বলে দিলি!(বড় সাইজ দেখাবে)। না না না আর বাঁচব নাই আমি। এই এবার আমি মরবোই (যেতে গিয়ে ঘুরে যায়।তারপর একেবারে দশর্ক উদ্দেশ্য বলব)।বৌ ও বৌ।দুর বৌ কে মনে পড়ে যাচ্ছে । আমার বৌ হল গিয়ে আমার একমাত্র বৌ।আহা কি ভালোটাই না বাসে!যেমন শোলা জলে ভাসে।(শিহরণ)।
পান বিক্রেতা। তাই বুঝি এই বনে বাদড়ে ঘুরে বেড়াচ্ছ হন্যে হয়ে।বৌ এর ভালোবাসা না থাকলে কি এমন হয়।
নাপিত। ঠিক বলেছ ভায়া ।বুড়ো বুড়ি তে ভালোবাসা তো নয়।যেন সাপে নেউলে।হা হা হা একে বারে কাঁচা পিরিত।হা হা হা।(চলে যায়)
বুড়ো।তবেরে(মারতে যায়) !আমার বউ ভালোবাসেনা ত তোর বউ ভালোবাসে হতভাগা।
আমার বৌ কি ভালোটাই না বাসে আমাকে ।তাই তো সে মরতে বললে।আমি না কয়দিন ধরে খুব ভোজের কথা বলছিলাম আমার বৌকে।তাই আমার বৌ বললো তুমি মরো দেখ ঠিক ভোজ করবো বাড়িতে ই ।তাই তো এমন কান্ড।হে হে হে। আমার বৌ এর বুদ্ধি আছে না গো?কিন্তু এই এতটুকু গর্ব নাই।আমার বৌ হল গিয়ে আমার বৌ।হে হে হে একেবারে বুদ্ধিজীবীর মত বুদ্ধিমতী বৌ হয়েছে তাইনা! একে বারে আমার বৌ হল গিয়ে সোনা মনা।হাঃ হাঃ হাঃ।
(চলে যায়)
পান বিক্রেতা।হ্যা হ্যা যা বুদ্ধি দুজনের একেবারে বুদ্ধি তে বুধ থেকে বৃহস্পতি ।তা আবার এই পান খায়য়ে শুদ্ধি করতে হবে। আমার এই মিঠাপাতির পান।তাই তো বলছি পান খান পান । আমার এই পান।মখসুদ্ধি করা পান । বুদ্ধি শুদ্ধি করা পান। আমার এ পান।
(ফ্রিজ,আলো নিভে)
……
ক্রমশ….