কবিতায় কালিদাস ভদ্র

নদীমালা
তোমার কড়ি চোখে নাচে
প্রথম আলোর ঝিলিক
দুধ সাদা কামিজে ভোর
ধবল বকের পায়ে
হাঁটে আ-অন্ধকার পলিমাটিতে
নদীমালা তুমি কি আজও
অমল কিশোরী হয়ে
কাগজের নৌকো ভাসাও গাঙে
বেনেবউ টিপ কপাল চিনে
কাঁটাতার পেরিয়ে
রৌদ্রের পাখায় ভেসে
যাবো চলে কিশোরগঞ্জের
ভাটফুল ফোটা নির্জন গোরস্থান
নদীমালা জল চেনে জীবন
জীবন চেনে শুধুই অনন্ত জীবন—