T3 || ষষ্ঠী স্মরণে || সুজিত চট্টোপাধ্যায়

ভালবাসার রঙ

ভালবাসা তো কোনো ফুল নয় , আজকে ফুটে সুবাস ছড়িয়ে কালকে ম্রিয়মাণ !

ভালবাসা তো কোনও ভাললাগা গান নয় , একদিন প্রাক্তন হয়ে যাবে!

ভালবাসা আত্মায় মিশে থাকা
ফুলের রেণু , প্রাণের সুর ।
ভালবাসা সদাই নবীন সদাই তরুণ সূর্যোদয়ের রঙিন আভা যেমন ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।