কবিতায় কেকা মল্লিক

পরবর্তী
এবার এলে পলাশবাড়ী
আগুন এনো বুকে
আগুন ফাগুন বসন্ত কে
ভরিয়ে দিক অসুখে!
সদ্যলেপা ঠোঁটপালিশ কী
পাট ভাঙবে সন্ধ্যায়
পলাশ শুধুই জ্বালিয়ে মারে
ডুবছি ঘোর নিন্দায়!
এবার এলে তোমার হবো
ফাঁকতালে ঝাঁপতাল
ঝুমুর বাজবে বতর মাঝে
মহুয়া খেয়ে মাতাল!
এবার এলে পলাশবাড়ী
লজ্জা এনোইনা
বেহায়া যদি না’হলে পলাশ
ফাগুন মাতবেনা!