কবিতায় শান্তা চক্রবর্তী

বসন্তবাহার
সবটুকু করেছি উজাড় রাখিনি গোপন
মন্দিরে তোমার দেবী নয়, হবো প্রিয়মানবী
চাই না ধূপের ধোঁয়া, ফুলমালা , নৈবেদ্য ষোড়শ উপাচার
শুধু একটি কটাক্ষ প্রিয় দিও উপহার!
বসন্ত উৎসবে রাইকিশোরী, ওড়না ওড়াবে ফাগের লালে
গোপবালক রাঙাবে পলাশের রঙে
গাইছে চন্ডীদাস নিলাজ রাধিকে
কানুর পিরিতি বিরহানলে অঙ্গ জ্বলেছে।