কবিতায় শ্রাবণী সোম যশ

এভাবে ও ফিরে আসা যায়
জল ছুঁই ছুঁই ঘাটে একটার পর একটা বৃত্ত ভাঙছি
স্বপ্ন আবেগ কান্না অনেক রঙের জট
ফাঁসটা ধরে টানতেই ফানুস নেমে এলো বুকে
দীঘির উঠোনে মেঘ আর বৃষ্টির আদুল গায়ে রংমিলান্তি খেলা
কেমন জল আঁকছে চুল কোমর জঙ্ঘা সাজিয়ে গোপন পদ্ম পাতায়
ওর ও কি আমার মত নিজস্ব কোন আকাঙ্খা নেই !
নেই কোন জ্বলে ওঠা বারুদ বাষ্পের খোঁজ !
দিনের শেষ রেখায় দীঘি আর আমি দুজনেই ফিরে যাই সহবাসে
ঝিঁঝিঁর সুরে এলো পায়ে
তফাৎ একটাই ওর একটা খোলা আকাশ আছে
আর আমার আছে দুটো ডানা।