আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ আবুল খায়ের নূর

জন্মভূমি
জন্ম আমার ধন্য হলো
মাতৃভূমির কোলে,
যে মাটিতে স্নিগ্ধ সোহাগ
লাল সবুজে দোলে।
স্বপ্নের রাজ্যে হারিয়ে যাই
হাজার ফুল বাগে,
পানসি ভাসে নদীর জলে
দেখলে উচ্ছ্বাস জাগে।
কবির কন্ঠে ভাষা -ছন্দ
রাখাল বাজায় বাঁশি,
শিল্পীর কন্ঠে ঢেউখেলে যায়
গানের মুক্তা রাশি।
তাইতো এ দেশ আমার
জীবন মরণ হাসি,
যেথা যাই যেথা থাকি
প্রাণের চেয়েও ভালবাসি।