Poem In Other Language By অনুরাধা মুখার্জী ব্যানার্জী

নারী…তুমি সর্বংসহা
এখনো সমাজে দ্রৌপদী গুমরে কাঁদে,
এখনো পিতামহ ভীষ্ম রা চুপ থাকে,
আজ কাল আর কৃষ্ণের দেখা পাওয়া যায়না,
যদি বাঁশির সুরে সত্যি সব মিটিয়ে নেওয়া যেত,
প্রেমের সুর ধারী মানুষ টা কোনোদিন কুরুক্ষেত্রে মহাভারত হতেই দিত না,
এখনো সমাজে বেহুলা ,সাবিত্রী খুঁজলে পাওয়া যাবে,
কিন্তু সমাজ তাদের ব্যাকডেটেড নাম দিয়েছে,
অবহেলার আগুনে র পরীক্ষা তাদের দিয়ে যেতেই হয়,
এ যেনো সীতার অগ্নিপরীক্ষার চেয়েও শক্ত,
আজ ও সীতার রেপ্লিকা যারা নিত্য নিয়ত
দিয়ে চলে অগ্নি পরীক্ষা,
সমাজ বদলেছে,দিন বদলেছে,মানসিকতা বদলেছে,
বর্বরতায় আধুনিকতা এসেছে,
আজ স্বাধীনচেতা মেয়েদের বলা হয় ব্যভিচারী,
পুরুষের সমকক্ষতা কে বলা হয়,
না বলা হয়না,সেটা বোধ হয় এখনো মেনে নিতে পারেনা,
প্রতিবাদী মেয়েদের বলা হয় নারী বাদী,
কিন্তু এসব নারী বাদী বিবাদী এসব বলে কিছু হয়না,
প্রতিটা মেয়েই তার বাবার রাজকুমারী,মা এর দুলালী,
আর বাকিদের??
প্রশ্ন তো তাদের দিকে ছুড়ে দেওয়া উচিত
যারা মেয়ে হয়েও ঘরে “লক্ষ্মী(অর্থ)” আসুক চাই,
কিন্তু বাড়িতে ফুটফুটে লক্ষ্মী এলে…..
থাক বাকি টুকু বোধ হয় সকলের জানা।
তুমি নারী,তুমি সর্বংসহা,
নারী তুমি লক্ষ্মী যেমন,চণ্ডী রূপ ও জাগিয়ে রেখো,
নারী তুমি সাবিত্রী যেমন,প্রয়োজনে, মহিষাসুরমর্দিনী ও হতে শেখো,
নারী তুমি সরস্বতী,প্রচণ্ড মহাকালী ,
তুমি যোগমায়া,তুমি ভবভয়হারিনি।
নারী তুমি কালি রূপে,আঁধার করো পার,
নারী তুমি সৃষ্টি স্বরূপ,জগৎ সংসার,
নারীরা থাক নাড়ির টানে,
নারী থাকুক সম্মানে,
নারী থাকুক সৃষ্টি সুখে,
নারী থাকুক জাগরণে।