• Uncategorized
  • 0

কবিতায় শীতল বিশ্বাস

আহ্বান

ডাকলাম, এসো–
তুমি আশ্চর্য চোখের নজরে
রামধনু আঁকলে–
রাত-চুপ ডানায় নেমে এলে
পেঁচার মতো,
করাত-কাটা চাঁদের আকাশে তখন
নীল নক্ষত্র শোভা,
শোক সাঁতরে ভেসে যাচ্ছি যখন
তুমি বীতশোক হয়ে
জীবনের কালোয়
উজ্জ্বল হয়ে থাকলে ধ্রুবতারা —
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *