হৈচৈ কবিতায় ডা. বেনজীর আহমেদ

কবি
জামার বোতাম ওলট পালট
ঠোঁটে চুরুট লাগামছাড়া
কবি নাকি এমনই হয়
হা-ভাতে আর ছন্নছাড়া।
মাথার ব্যাংকে শব্দ জমা
পাতের থালা শূন্য থাকে
কবি নাকি এমনই হয়
চুল থাকেনা মাথার টাকে।
আকাশটাকে পালঙ্ক ভেবে
চাঁদকে বানায় শিথান বালিশ
কবির ঘরে ভাত থাকে না
কবি গিন্নী করে নালিশ।
পেটের খোড়াক ভাত যদি হয়
আত্ম খোড়াক হয় কবিতা
কবি নাকি এমনই হয়
জাপটে থাকে ভাবভণিতা।।