হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

অলিতে – গলিতে, রাজপথে
গলি গেছে বখাটের দখলে
রাজপথে গাড়ি টানে মাতাল চালকে
মাছে আর শব্জিতে যত ধোকাবাজি
রংবাজি-চোট্টামি ভরা দিবালোকে।
গুমটিতে, চা-দোকানে ভাঁড়ের বাওয়ালি
খিস্তি-খেউড়িগুলো যেন ফুলঝুরি
আড়চোখে-আনচোখে যত চাওয়া-চাওয়ি
ঠোকাঠুকি,গোঁতাগুঁতি,খোঁচা; জোরাজুরি!
লুকোচুরি,ফাঁকিদেওয়া নিত্য সাধনা
গুলিখোর,গাঁজাখোর,মোদোয়ার মেলা,
হুজুগে-এর মাতামাতি প্রতি মোড়ে-মোড়ে
ব্যাটবল নিয়ে, আর ফুটবল খেলা-
ধোঁয়া-ধুলো-কার্বনে চাদ্দিক ভরা
শব্দদূষনে ঝালাপালা কানজুড়ে-
খোয়া, খোসা, ইঁট-পাঁজা, পচা নর্দমা
অলিতে-গলিতে,যত রাজপথে,মোড়ে।
এই নিয়ে খুকি হাঁটে, খোকাবাবু যায়
হাঁটে যুবা, বয়স্ক, হাঁটে মেহমান,-
ঘুলঘুলি ভরা থাকে পায়রায়-কাগে,
এইভাবে ছুটে যাওয়া কাল,দিনমান।