আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মহিবুর রহমান

২১ শে ফেব্রুয়ারি
মাতৃভাষার অধিকার চাই
শুরু হয় আন্দোলন।
ভাষার জন্য প্রাণ বিসর্জন
বাঙালিই শুধু পারে,
২১ ফেব্রুয়ারির স্বীকৃতি তাই
বিশ্বের দরবারে।
মাতৃভাষার মান রক্ষায়
রক্তেরই শপথ,
বায়ান্নতে বাঙালি রক্তে
রঞ্জিত রাজপথ।
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমরা কি ভুলিতে পারি।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায় ফেব্রুয়ারি।
একুশ মানে বুকের রক্তে
গোলাপ ফোটা দিন,
একুশে রফিক জাব্বার
জীবন দেওয়া ঋণ।