আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ শ্রী অমিতাভ কর

যাচ্ছি ভুলে

ভাবা যায়! শুধু ভাষার জন্য – এমন বলিদান!
কতখানি ভালোবাসলে, তবে
তুচ্ছ হয় এ প্রাণ!

যে ভাষায় কথা বলতে শেখা
যে ভাষায় “মা “-ডাক,
সে ভাষাকেই আগলে বুকে
বাছারা প্রাণ পাক ॥

যতই ঘোরো বিশ্ব – ভুবন
শেখো হাজার ভাষা ,
বাংলা ভাষার তুলনা পাবার
বৃথাই তোমার আশা ॥

এই ভাষাতেই উড়িয়ে ধ্বজা
প্রেমেরই গান গাই,
এই ভাষারই নাও’য়ে চড়ে
অকূল পাথার ধা’ই ॥

নজরুল – রবি – জীবনানন্দ
কৃষ্ণা – সুনীল – শক্তি
বাংলাতে লিখে জানিয়েছে তাঁরা
বাংলা ভাষায় ভক্তি ॥

কিন্তু আজ এই ভাষা দিবসেও
মনে জাগে বড়ো ব্যথা,
ভুলতে বসেছি ভাষা শহীদের
আত্মদানের গাথা ॥

ওরা লড়েছিলো যে ভাষার তরে
তাকেই যাচ্ছি ভুলে,
কি জানি কিভাবে চাইবো যে ক্ষমা
ইতিহাস খাতা খুলে!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।