গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

রাকেশ তোদের জন্য
১
বর্তমান
রাকেশেরা চিরদিন ম্যাচিওর
কর্পোরেটের মেলা দুনিয়ায়
স্বপ্ন মাছের ছবি বাতাসে
ভাবনা গাছের পাতা ঘাস খায়
২
বুক ভরা ভালোবাসা কোটপ্যান্ট
হাসি রোদ মেঘ গান দোতারায়
চেহারার মন খুশি ওষুধে
বন্ধুরা পথ ধরে এসে যায়।
৩
অতীত
চলা সেটা কবেকার ঠিক নেই
এ জীবন কবিতার দোকানে
খোলা পরা কেনাবেচা সবটাই
আশা ধুলো মেলামেশা কে জানে।
৪
রাকেশেরা তবু ভুলে হাসে রোজ
বাসে ক্ষুধা ওঠানামা ছোটাতে,
চাপের জীবন ভিড় জেরবার
মনটার রোদ মেঘ হাওয়াতে
৫
ভবিষ্যৎ
কথাটাই রয়ে যায় শেষমেশ
সময় অসুখী চাঁদ বাহিনী
পিকনিক তারা জমা পোশাকে
বন্ধুর ছবি ঢাকে কাহিনী
৬
এখানেই শেষ নয় গল্পের
আছে আরও কথা পথ বাকিতে
চাপে ঢাকা মেসেজ আজ মুখোশে
তল্লাশি ছোটে লোভ আঁখিতে
আশা
তবুও রাকেশ হাসে এভাবে
বোধের পোশাক ছাওয়া অশরীর
দেখা হবে এই পথে সব্বার
রাত হোক যতটাই অগভীর।