দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায় by TechTouchTalk Admin · February 16, 2023 ফিরে দেখা আমার ঘুমের ভিতর যে ফিরে আসে… সে তুমি নও…. অপরাহ্নের আলো নিভে আসে উঠানময় ছিটানো পাতার রাশে খুঁজে যাই অবিরাম যদি এককণাও কুড়িয়ে নিতে পারি তোমায়… হাওয়া এসে ছুঁয়ে যায় স্থির জল| কুড়াতে কুড়াতে হাত ভরে যায় অ-রূপকথায়। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love