কাব্যানুশীলনে জয়ীতা আচার্য

পথ চলা শেষ হলে সন্ধ্যেরা জেগে ওঠে,
জেগে ওঠে মৌনতা ভাঙ্গা কিছু জিজ্ঞাসা,,
আমার একান্ত ধূসর পৃথিবীটাকে-
বৃষ্টির নাচ…
রিমিঝিমি ঝিম অন্য সুখে,
আমায় মনে রেখ।
দুটি পাখি সুখে থাকে,
খড়কুটু নীড়ে।
ডানায় ডানায় ছুঁয়ে ছুঁয়ে রাত্রি হবে ভোর।
আমার কেবলই মনে হয় এ জীবন দীর্ঘ।
আমি একাকীত্ব দিয়ে হেঁটে যাই অবিরত
বৃত্ত বানিয়ে,আশ্রয়, যাতায়াত,,
শরীরের ছায়া পড়ে তাতে,,
জীবন্ত কঙ্কাল।।
শব্দহীন অগোচরে বহুদূর যায় তার রেশ,তার পর রাস্তা ঘুরে কর্কশ সুরে
ভেঙ্গে যায় ঘুম…মুখের ঝাপসা রেখাগুলি প্রতিক্রিয়াহীন।।