ভ্যালেন্টাইনস স্পেশাল এ সঞ্জীব সেন

কবিতার মত সিনেমায়
কবিতার মত যে সব সিনেমায়, নীল আকাশের
খুব উঁচু থেকে উড়ে যাওয়া বকের সারি,আকাশের
মসৃণ দেওয়ালে কারুকাজ দেখে যে মেয়ে হাতছানি দিয়ে ডাকে,
সেরকম এক মেয়েকে তার ডাকনাম ধরে ডাকলাম ।
কই সারা দিল না সে অন্ধ বধির কবির ডাকে!
তার জন্য শোক করব তেমন বিরহী কবি নই
তবে দুঃখ হচ্ছে পাচ্ছিও খুব, আমি তো শপথ
করেছি, কবিতায় তোমায় কাদাবই কাদাবই
রাতের তিন প্রহরের নীরবতায় কবিতা পড়বে
কবিতার শ্বাস তোমার শ্বাস মিলে হবে একাকার
তখন বুঝবে , কবিতায় কতটা প্রাণ কতটা অক্ষর
, কবিতাতেও আছে বাঁক, নুড়ি আঘাত ও পাথর ,
তবে কি সম্পূর্ণ জানিনি, আরও কিছু জানা আছে!
কিছু না-জানাই থাক। সংশয় ঘিরে ধরবে তোমাকেই ।