দিব্যি কাব্যি তে নিতাই চন্দ্র দাস

নিরবতা
আগের মত আমাকে আপ্লুত করে না
কোন কিছুতেই মন হয় না প্রতিবাদি,
নীরবে নিভৃতে একাকি তাকিয়ে থাকি
অকারণে আর হতে চাই না বিবাদি।
অনিয়ম দেখিলে যে মন যেত ছুটে
প্রতিকার করিতে সবার আগে ভাগে,
অভিমান করে চুপচাপ বসে থাকি
আশাহত ভগ্ন হৃদয় নাহি উঠে জেগে।
কারো মৃত্যুতে আর অশ্রু ঝরে না
শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকি,
অন্তরের অস্ফুট বানী বিলাপ করে
অতি কষ্টে অন্তরের বেদনা ঢাকি।
সবখানে দেখি মৃত্যুর আনাগোনা
প্রিয় জনের অশ্রু সজল আঁখি,
তাদের আর্তনাদ শূন্যে ঘুরে ফিরে
মনে কষ্ট চেপে নির্বাক হয়ে দেখি।
চারপাশের মানুষ গুলো বেখেয়ালি
তারা আছে নিজের খেয়াল খুশিতে,
অন্তরদৃষ্টি জাগাতে বিফল হয়ে
নিঃশব্দে সময় বয়ে যায় কোনমতে।
বনের নির্জনতা দেখেছি গভীর রাতে
পাখির কোলাহল থামে দিনের শেষে,
নিজের সাথে যুদ্ধ করে এখন ক্লান্ত
নিরবতাকে বেছে নিয়েছি অবশেষে।