মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২১
বিষয় – মনের ওপারে/ প্রেমাকাঙ্খিনী/ গুরু পূর্ণিমা
কিছুক্ষণ আরো নাহয় রহিলে কাছে
তারারা এখনো সাজিয়ে রেখেছে তাদের বাসর,
চাঁদও অভিসারে মেতেছে মেঘের সনে,
মোম জোছনায় ভিজছে চরাচর,
পিউকাঁহা আকুলস্বরে ডাকছে পিয়া বিহনে।
নিস্তব্ধ রাত বলছে কতো কথা,
মনগহিনে নিরালা সঙ্গোপনে,
জানি, বলবে ফুরায়েছে সকলি কথা,
তবুও বলো না “যাই”, বিদায় সম্ভাষণে।
জানি আসবে মোদেরও বিদায়ের পালা,
দুটি পথ হয়ে যাবে বিচ্ছিন্ন।
এখনো যে মধুযামিনী খানিক বাকি,
এখুনি ছিঁড়ো না এ অনুরাগের মালা।
নিশ্চুপে নয় বলুক আপন কথা,
আঁখি যুগল হারাক নাহয় ভাবের ঘরে,
উজাড় করুক মনের গোপন ব্যথা,
রচুক আপন ফুলসজ্জা ক্ষণিকের তরে।
এখুনি উঠবে পূবদিগন্তে ভানু,
ভেঙ্গে যাবে স্বপ্নের এ বাসর।
আরেকটু পল থাকলে না হয় কাছে,
ভরুক কানায় কানায় অন্তর।।