কবিতায় বলরুমে শান্তনু প্রধান

ভাসান
তুই আমার জলে ভিজে যাওয়া ঝড়ের রাত পাখি
তুই আমার অন্ধকারের নিবিড় মিথুন রাশি
তুইআমার এলোচুলে কৃষ্ণচূড়ার পরাগ
হয়তো তুই চাঁদের ঘন পিঠে বেজে ওঠা অনুরাগ
আর যাব না চাঁদের বাড়ি এখন তবে নৌকো ভাসান আড়ি
আর খাব না ঘুমের শরীর সকাল-বিকাল লাগামছাড়া ছুরি
বাজে ঘুঙ্গুর বাজে পায়েল রৌদ্রস্নাত ছায়ার অন্তরে
একলা পালাই একলা কাঁদি তোর ফাঁকা মনের বন্দরে
সবুজ মাঠের অন্তরালে ব্যাকুল ছড়ানো জন্মদিন
ভোরের সুরে সোনালী মেঘ তোকে দেখেনি অনেকদিন।