T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় আলতাফ হোসেন উজ্জ্বল

প্রাবল্য লেখচিত্র স্বরসতী দেবী
মানবতার ধারক বাহক
মুখের বুলি আউড়ানো
মানবতা এখন লাথিগুতার
ঘুড্ডি,
ভ্রষ্ট কালো রঙের ছোঁয়া
কোমলপ্রাণ নীতিবাদী।
সঙ্গদোষে গড়ে তুলে
হিংস্র মনোভাব।
সবুজ শ্যামল পৃথিবী
বুনিয়াদি গড়ে তোলে
ঔপনিবেশিক কথকতা।
খরা-বন্যা-প্লাবন,
তরী! এখানে তো বেশ
অনুভূতির শরণ।
মেঘের ভেলা বৃষ্টি শেষে
রবিরশ্মি বিকিরিত আলো,
পুস্করিণীতে নবপত্রিকায় প্রাবল্য
লেখচিত্র স্বরসতী দেবী,
বিদ্যালয় আলোর শিকড় সন্ধানে
ভবানীপ্রসাদ।
নীল আকাশের
মায়ার মোহনজালে,
এমনকি পৃথিবী মাতৃভাষা
রক্তাক্ত আকাশ,
মৃয়মান লালিত কিংবা অন্য কথা
ব্যর্থতায় নত আমি।
পৃথিবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র
বেদনার ক্ষত বিক্ষত
প্রশ্নের …আমার সশস্ত্র সংগ্রাম ,
তোমারই ঠোঁটে হাসি।।
মানুষের মাঝে, মায়ের কাছে
ক্ষুদ্র আমি,
তবু আশাবাদী
কাঁপিয়ে দেবো ছড়িয়ে দিবো
মানুষের সভ্যতা সংস্কৃতির কথা।
নবরূপে সাজিয়ে নড়িয়ে দিতে পারি
অহংকারের আস্ফালন। ”
দুর্বিনীত মানুষ গৃহবন্দী,
মরেছে কারণে অকারণে ঝড়-ঝঞ্ঝা
সভ্য পৃথিবীর
বুকে জন্ম নেয়া কথকতা।।