T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় কুণাল রায়

ভক্তদের আকুল প্রার্থনায়
নেমে এলে তুমি
এই ধরাধামে
পুনর্বার
শুক্ল পঞ্চমীর
এই পুণ্য তিথিতে!
অবিদ্যার আঁধার সরিয়ে
জ্ঞানের আলো
প্রকাশিত হল
অন্তরে অন্তরে।
করজোড়ে
মোরা আজ তোমার আলয়ে
এসেছি
মুক্তির স্বাদ অনুভব করতে
রন্ধ্রে রন্ধ্রে!
মূর্খ হয়ে যার পঞ্চজন্ম যায়,
অতি দুঃখে দিন কাটে
নেই কোন সংশয়।
প্রদীপ জ্বালিয়ে,
শঙ্খ বাজিয়ে,
ধুপধুনোর মাঝে
করি অর্চনা আজ!
পুজোর শেষে করি প্রণাম,
ভক্তিভরে গ্রহণ করি
নির্মাল্য তোমার!!