ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

বেমানান
বেমানান: একেবারে বেমানান
যারা স্নানঘরে করে ফোয়ারার ধারাস্নান ,
একসমুদ্র ভালোবাসায় অবগাহন?
তাদের জন্য নয় ؛
তাদের জন্য নয়
কালোকুলো নুলিয়ার নির্ভীক হাতের বাঁধন।
সুগন্ধী সাবানের ফেনায়
যাদের শরীর জড়ায়,
তারা জানবে না কোনোদিনই
সমুদ্রের আঁশটে গন্ধের হাতছানি….
তারা ভালো থাক তাদের মতোই,
মূল্য পাবে না তার কাছে সমুদ্র আসমানী।
একপাহাড় বিশ্বাস বুকে নিয়ে,
কাউকেই কিছু না জানিয়ে
গড়ে তোলা যায় ভালোবাসার ইমারত;
কোনো দুর্গম পাহাড়ের চূড়ায়
কোনো এক পাহাড়িয়ার পতাকার
শব্দ উড়বে পতপত,
যেখানে ধ্বনিত হবে ভালোবাসার শপথ।
হেঁটে যাওয়া যায় সুদীর্ঘ পথ
কোনো পথনির্দেশ না মেনে
শুধুই ভালোবাসার টানে,
কাটবো সাঁতার বিরহ উজানে।
হেঁটে যাবো আমি একা, নিঃসঙ্গ পথিক
আইনভঙ্গ করে লাল হলুদ সবুজ ট্রাফিক।
বেমানান; একেবারেই বেমানান
তাদের জন্য সযত্নে তুলে রাখা মান অভিমান।