কাব্যানুশীলনে মুনমুন লায়েক

আমি ভেবেছিলাম
ভেবেছিলাম সময়ে আগে বীর হয়ে যাবো
ছেলেমানুষ ছেড়ে পুরুষ মানুষের পরিনীত হবো
তরবারি তো কাছে ছিল,ধারটাই ছিল বাকি শ্যাওলা ধরা দেওয়ালে শামুকের মতো গতি হলে
মনে গতি দ্রুত ছিল,স্বপ্ন ছিল অনেক আকাশ ছোঁয়ার,পৃথিবীর বুক চিরেম্যাগমাদেখার
হাজার শতাব্দী ধরে চলে আসা যুদ্ধ জেতার
কিন্তু সময় ঠেলে দিলো অন্য কোথায়ই।
ভেবেছিলাম বীরের আক্ষেপ পূর্ণ যদি না হয়
নাই বা হোক ভালো প্রেমিক তো হতে পারবোই
বাঁকা চাঁদ.. রাতে মায়া..স্নিগ্ধ জ্যোৎস্নার ছায়া
আর গুচ্ছখানি লেখা কবিতা আমার
প্রেমে মগ্ন প্রেমিক এক………..
তাতে যদি নাই বা থাকুক প্রেমিকা।
ভেবেছিলাম সময় মতো ঘুম ভেঙ্গে যাবে
বীর ভুলে, প্রেমিক ভুলে বাস্তববাদী সাধারণ হবো
হিসাবে পা-ফেলবো,সঞ্চয়ে পাহাড় গড়বো
নিজের অপূর্ণ স্বপ্নগুলো সন্তান-সন্তনিদের
খাবারে সাথে নিয়ম করে খাইয়ে দেবো
তখন সময় বুড়ো হবে,ধরবে মরিচে হাড়ে
বাড়বে অভিযোগ, ক্লান্তি,গ্লানি তার পাল্লা দিয়ে
সব ঋতু সমান হবে,নিমের মতো তেতো
স্ত্রীর কাছে অপদার্থ হবো,বন্ধুর কাছে অবিশ্বাসী
সেই প্রেমিকার কাছে নিষ্ঠুর,নির্দয় আমি
আমার কাছে আমি ছিলাম বলতে গিয়ে….
থমকে আমি তখন ভাবি!! ।।