সাতে পাঁচে কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়

আপেক্ষিক
সুস্থতা ও অসুস্থতার মাঝে
যে একটা সুক্ষ্ম পর্দা অনবরত কেঁপে কেঁপে ওঠে
তাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলে যাই।
সুস্থ মানুষ যেমন অসুস্থদের দুঃখ বোঝেনা
তেমনি অসুস্থ মানুষও সুস্থদের বোঝেনা।
সুখ দুঃখের আতস কাচের নীচে
জীবনটাকে তন্ন তন্ন করে খুঁজে
যখন কিছুই পাওয়া যায় না,
তখন সেই আতস কাচ সূর্যের সমস্ত আলো
একত্রিত করে জীবনটাকে পোড়াতে শুরু করে।
সুস্থতা বা অসুস্থতা,সুখ বা দুঃখ
সব কিছুই আপেক্ষিক,
সবই ঈশ্বরের তৈরি?
না কি মানুষেরও হাত আছে?