কবিতায় পদ্মা-যমুনা তে এস এম শাহনূর

মঙ্গলকাব্য
নববর্ষ পদ্য লেখার এক সাদা খাতা
লেখা হবে আনন্দ বেদনার কবিতা।
নতুন বর্ষে স্বপ্ন দেখি বিদায় পুরাতন
কষ্ট দুর্দশা ভুলে আজ উদ্বেলিত মন।
হতাশা অশ্রুসিক্ত চোখ দেখেছে বিশ্ব
গতবর্ষে নানান রুক্ষতা করে নিঃস্ব।
নতুনের সাথে হোক সাহসী আলিঙ্গন
মঙ্গলময় ভালোবাসায় হবে প্রেম চুম্বন।