মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৫
বিষয় – উৎসবের মেজাজ
খুশির আমেজ
উৎসবের মেজাজে মাতে বাংলা
এলে বড়দিন,
বিশ্বপিতা প্রভু যিশু খ্রিস্টের
শুভ জন্মদিন।
কল্লোলিনী কলকাতা নগরী
পার্ক স্ট্রিট জমকালো,
নানান রঙ্গের বেলুন,আলোয়
দেখতে লাগে ভালো।
কেউবা যায় বনভোজনে
কেউবা যায় মেলা,
হইচই করে শিশুরা সব
মাঠ জুড়ে করে খেলা।
আবাল-বৃদ্ধ-বণিতা আজ
আনন্দে মেতে ওঠে,
ছুটির দিনে খুশির আমেজে
সকলের হাসি ফোটে।
কেউবা ছুটে দীঘা সমুদ্র
কেউবা ঝর্না তলে,
কেউবা আবার পাহাড় দেশে
কেউবা ঘুরে মলে।
চার্চে চার্চে ঘন্টাধ্বনি বাজে
আনন্দিত হয় মন,
সুখ-শান্তি সদা বর্ষিত হোক
তাই প্রার্থনা সর্বক্ষণ।