কবিতায় অমিত কুমার জানা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
উদ্বাস্তু পথশিশু
ওরা উদ্বাস্তু পথশিশু ওদের শৈশব বিষাদময়,
বাঁচার প্রতি পদক্ষেপে কোমল জীবনের অকাল ক্ষয়।
ছিন্ন বস্ত্র পরিহিতা আপাদমস্তক মলিন,
সভ্য সমাজের মাঝে ওরা অতিশয় দীন।
মধুর পুতুল খেলা ওদের ভাগ্যে জোটেনি,
যেন ফুলের মুকুল সানন্দে ফোটেনি।
ওরা পরিবার সুখ থেকেও বঞ্চিত,
ওদের বুকে শুধু অব্যক্ত বেদনা সঞ্চিত।
সকাল সন্ধ্যা ভিক্ষা করে ফেরে ফুটপাতে,
যদি কোন সদাশয় কিছু দেয় ওদের প্রসারিত হাতে।
খাদ্যের তরে হন্যে পেটে ক্ষুধার আগুন জ্বলে,
আস্তাকুঁড় হাতড়িয়ে উচ্ছিষ্ট পেলেও স্বর্গসুখ মেলে।
ভদ্র সমাজে এরা ব্রাত্য অভিজাতরা করে হেয়,
সমব্যথী শিশু সঙ্গ দেয় কখনো বা সারমেয়।
কখনো বা সত্তা রক্ষার সংগ্ৰাম চলে সারমেয়র সাথে,
কোমল হাত রক্তে রেঙে ওঠে ঘাত-প্রতিঘাতে।
কখনো ওরা উদাস চোখে তাকিয়ে থাকে নীলাকাশ পানে,
হয়তো বা সৌভাগ্য ফিরবে অন্তর্যামীর আশিস বর্ষণে।
ওদের দুর্দশা দেখে আমার সাশ্রু দুনয়ন,
ওদের মঙ্গল কামনা করি প্রতিক্ষণ।