কবিতায় বলরুমে নবপর্ণা

রাধার ক্রন্দন
কৃষ্ণ অভিসারে রাধা চলেছে যমুনা তীরে
ছমছম নূপুর বাজায়ে কলসী কাঁখে নিয়ে।
কৃষ্ণ ছাড়ি গেছে সুদূর প্রবাসে
রাধার নাম যে সে গেছে ভুলে।
বিরহী রাধা উদাসি মনে বসি যমুনা তীরে
কলসীর কথা সে ভুলেছে যমুনার জলে কৃষ্ণ দর্শনে ।
রাধা কহে নিজ মনে কেন দিলে এতো ব্যথা এই মনে?
কৃষ্ণ বিনে রাধা এখন বাঁচিবে কেমনে?
এ বিরহি মন ছুটে চলে কালা তোমা সনে
সব বুঝে কেনো দাও ব্যথা রাধার প্রানে ?
রাধা কহে আমারে ছাড়ি কেন যাও তুমি গোপিনীদের সনে?
কেন কর বিশ্বাসের ধংস,ভালোবাসার শেষ? কি আছে তব মনে!
রাধার অন্তরের বেদনা কেহ নাহি জানে
কৃষ্ণ বিনা রাধা পথে পথে ঘোড়ে পাগলিণী হয়ে।
কেউ বোঝেনা বিরহিনী রাধার প্রানের ব্যথা
শ্যামের প্রেমে পাগল এই বিরহিনী রাই এর কথা।
যমুনা ও লজ্জা পেয়ে শুকিয়ে যায় রাধার ক্রন্দনে,
তবে কেনো ভেজে না কালার হৃদয় রাধার আহ্বানে।।