কবিতায় বলরুমে শম্পা গুপ্ত

ছন্দ ছুঁয়ে
ওদের গ্রামের ঝিঁ ঝিঁ আর জোনাকি
আলো ফেলে ফেলে যখন এ গ্রামে আসে
তোমার আঙুল জেগে ওঠে
উঁকি মারো অন্দরে
চুপি চুপি বোবা অন্ধকারে তুমি আমি ফিসফিস করি বোতামে বোতাম ছুঁয়ে
তুমি বলো আমি বলি
গাঁথা হয় অসংলগ্ন ছন্দ
তারপর নিটোল কবিতা হয়ে ঝ’রে পড়ে কাঁচাপাকা বুকের ভিতর
গহন বিভাজিকায়
ভোর হয় ফিরে যাই আবার বেসুরে
পানসে কথা থাক পড়ে
আঙুল জড়ানো থাক অদৃশ্য বন্ধনে
শুধু অনুভবে কাব্য রচনা হোক