T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় শুভজিৎ বোস

আশীর্বাদ
মানুষ মানুষের সুখ বেচে খাচ্ছে
হিংস্র উত্তাপে ঝলসে যাচ্ছে পৃথিবী!
দাপুটে অন্ধকার খামচাতে আসছে শরীর,
কিন্তু মৃত্যুর ওপারেই আছে জীবন-জোছনা।
সেখানে আলোর পথে নামে মায়াবী সন্ধ্যে,
চাঁদের জোৎস্নায় মেশে ভালবাসার আলো,
কোজাগরী চাঁদ পুষে রাখে শিউলির স্বপ্ন।
লুকানো শোক ঘিরে ফেলে কালো কারাগার,
পাগল হাওয়ায় ছুঁটে চলে মন দিগন্ত সকালে,
আহত শরীর ছিঁড়ে খায় আধপোড়া যৌবন!
লক্ষী শরীরের আঁচলে ঢেকে ফেলে দ্বিখন্ডিত পৃথিবী,
অভাগা মুলুক পুজোর উপাচারে পূর্ণতা পায়,
সোনালী ধানের শিষে মরে যায় দুর্ভিক্ষ,
মানুষ একটু একটু করে গোছাতে থাকে জীবন,
আলপনা আঁকে মাটির গৃহে লক্ষীর আদর,
পূর্ণিমার আলো পড়ে স্বপ্নে সাজানো ফসলের শরীরে,
চাঁদকে মনে হয় গুড়ের বাতাসা,জোৎস্নাকে মনে হয় লক্ষীর আশীর্বাদ।