T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় বিপ্লব গোস্বামী

বাংলার লক্ষ্মীপূজা

শারদীয় দূর্গাপূজার ঠিক পরের পূর্ণিমাতে বাংলার ঘরে ঘরে ধন-সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পূজো করা হয়।এই পূর্ণিমাই হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজার দিন।সনাতনী ধর্মীয় বিশ্বাস অনুয়ায়ী ঐ দিন ভক্তিভাবে দেবী লক্ষ্মীর পূজো দিয়ে সারা রাত জেগে থাকলে দেবী সন্তুষ্ট হয়ে তার ঘরে প্রবেশ করেন এবং ধন ঐশ্বর্যের বর প্রদান করেন।ভক্তরা বিশ্বাস করেন যে কোজাগরী পূর্ণিমার দিন বৈকুন্ঠ বাসিনী দেবী মহালক্ষ্মী তাঁর ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে মর্ত‍্যলোকে নেমে আসেন।দেবীর ভক্তদের যে বা যারা ঐদিন ভক্তিভরে পূজো করে মায়ের কাছে বর প্রার্থনা করে দেবী লক্ষ্মী তার দুঃখ দুর্দশা দূর করে সৌভাগ্যের বর প্রদান করেন।
হিন্দু শাস্ত্র মতে দেবী মহালক্ষ্মী ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী।সৌভাগ্য লাভের আশায় প্রতি বৃহস্পতিবারে হিন্দু সম্প্রদায়ের প্রতি বাড়িতে দেবীর লক্ষ্মীর পূজো করা হয়।তাছাড়া কিছু কিছু পরিবারের নিত‍্য দিনও দেবী লক্ষ্মীর পূজো করা হয়।কিন্তু কোজাগরী লক্ষ্মীপূজার নিয়ম একটু আলাদা।শাস্ত্রমতে কোজাগরীর দিন সূর্যাস্তের পর থেকে দুই ঘন্টার মধ‍্যে দেবীর পূজো করতে হয়।যদিওবা তিথি সমস্ত রাত পর্যন্ত থেকে তবুও প্রদোষকালে দেবীর পূজো করা উত্তম বলে পণ্ডিতেরা মনে করেন।কিন্তু তিথি যদি আগের দিন রাত্রি থেকে পরের দিন প্রদোষ পর্যন্ত থাকে তবে দেবীর পূজো পরের দিনের প্রদোষ করা বিধেয় বলে শাস্ত্রে বলা হয়েছে।
কোজাগরীর লক্ষ্মী পূজার নিয়মে বলা হয়েছে পূজোর ঠিক আগের দিন নিরামিষ খেয়ে আর পূজোর দিন উপবাস থেকে ভক্তিভরে মায়ের পূজো করতে হয়।লোক বিশ্বাস অনুয়ায়ী পূজো শেষে সারা রাত জেগে থাকতে হয়।ভক্তদের বিশ্বর যারা ঐদিন জেগে থাকে দেবী তাদের ঘরে প্রবেশ করে বরদান দেন আর যারা ঘুমিয়ে থাকে তাদের ঘরে দেবী প্রবেশ করেন না।বাংলার বধূরা ঐদিন বাড়ির আঙ্গিনায় আলপনা অঙ্কন করে দেবীকে আবাহন করে।বাংলার সব বাড়িতেই ধানের ছড়া,মুদ্রা আর মা লক্ষ্মী পায়ের ছাপের আলপনা আঁকা হয়।প্রতি বাড়িতেই পূজো শেষে সারা রাত জ্বালানো হয় ঘৃতের প্রদীপ।ঘরে ঘরে পাঠ করা মায়ের পাঁচালী।উচ্ছারিত হয় মায়ের প্রণাম মন্ত্র।ফুল,ফল,নৈবিদ‍্য দিয়ে আরাধণা করা হয় দেবী লক্ষ্মীর।জ্বালিয়ে দেওয়া হয় ধূপ আর দেওয়া হয় উলুধ্বনি।ঐদিন চারদিকে মুখরিত হয় নারীদের শঙ্খধ্বনিতে।
কোজাগরীর দিন ধন-ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীকে ভক্তিভাবে পূজো দিলে দেবী লক্ষ্মী তার ভক্তদের প্রতি সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাসনা পূরণ করেন।দেবী লক্ষ্মী সন্তুষ্ট হলে ভক্তদের অলক্ষ্মী নাশ করেন এবং ধন,সম্পত্তি , সৌভাগ‍্য ও ঐশ্বর্যে বর প্রদান করেন।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।