T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শুভশ্রী সাহা

ট্রিপ
তিন দিন দুই রাত
সাদা নীল পাঁশুটে জল
ঝাউবন ঝোড়ো বাতাস
খোলা বারান্দা, ছড়ানো জাল
কারুর তৃষ্ণার্ত জীবন,
কারুর নৈরাশ্যবাদ
পোস্টমর্টেম চলছে
রিপোর্ট আগামীকাল
দু একজন নিখোঁজ
জোয়ারের জ্বলোচ্ছাস
খেলুড়েরা ফিরছে
দাগ ধুয়ে নিলে, সাফ
শান্ত সমুদ্র ঢেউ ভাঙছে
ক্লান্ত৷ প্লেজার ট্রিপে
স্টিয়ারিঙে চোখ হাইওয়ে
নিখোঁজেরা উঠবে খবরে —